দুর্গাপুর দর্পণ, ৯ জুন ২০২৪: রানিগঞ্জে সেনকো গোল্ড শো-রুমে দিন দুপুরে ডাকাতি। চলল গুলি। দুষ্কৃতীরা শো-রুমের নিরাপত্তারক্ষীর বন্দুক ছিনিয়ে নিয়ে ডাকাতি করে। খবর পেয়ে পুলিশ যায়। দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলি চালায় পুলিশ। চরম উত্তেজনা রয়েছে এলাকায়। সঙ্গে আতঙ্ক। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে ওই শো-রুম। দুপুর সোয়া ১২টা নাগাদ ৮ জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে। নিরাপত্তারক্ষীর বন্দুক কেড়ে নিয়ে দোকানের কর্মী ও ক্রেতাদের দিকে বন্দুক তাক করে মিনিট ১৫ ধরে লুঠপাট চালায়। পুলিশ এলে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই শুরু হয়। এক দুষ্কৃতী জখম হয়। তবে তারা বাইক নিয়ে চম্পট দেয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, দুষ্কৃতীরা হিন্দিভাষী। সবার বয়স আনুমানিক ২৫ বছরের কাছাকাছি। পুলিশ দোকানের কর্মীদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। সতর্ক করা হয়েছে আশপাশের থানাগুলিকেও। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।