দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ মার্চ ২০২৪: লোকসভা নির্বাচন ঘিরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে জায়গায় জায়গায়। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পান্ডবেশ্বর বিধানসভা এলাকাতেও বিভিন্ন জায়গায় চলছে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর টহল। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, “কমিশনারেট এলাকার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে। পাণ্ডবেশ্বর এলাকাতেও চলছে রুটমার্চ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।