বিভিন্ন জেলার কবি-সাহিত্যিকদের নিয়ে অভিনব সাহিত্য আড্ডা ‘পাঠকের দরবারে’

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

প্রণয় রায়, দুর্গাপুর: এ এক অন্য ধরণের অনুষ্ঠান। পাঠক ও লেখককে মুখোমুখি বসিয়ে লেখকের লেখার বিচার। লেখক তাঁর নির্বাচিত ও সৃজনশীল লেখাটি পাঠকের দরবারে পেশ করছেন আর নির্বাচিত পাঠকরা সেই লেখা নিয়ে আলোচনা করছেন। এতে লেখকেরা যেমন তাঁদের লেখা পাঠকদের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছে তা বুঝতে পারেন, তেমনই পাঠকরাও লেখকদের লেখার মূল ভাবটি আত্মস্থ করে সেই লেখার গ্রহণযোগ্যতা নিয়ে তাঁদের অভিমত জানাতে পারেন।

সম্প্রতি দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে বিপিন দাস সভাগৃহে এমনই ‘পাঠকের দরবারে’ অনুষ্ঠানের আয়োজন করে অক্ষরের আড্ডা সংস্থা। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহিত্যিক ও লোকসংস্কৃতি এবং প্রত্নতত্ত্ব বিষয়ক গবেষক পূর্নেন্দু ঘোষ। অনুষ্ঠানে আমন্ত্রিত ও নির্বাচিত কবি হিসেবে উপস্থিত ছিলেন এই রাজ্যের বিভিন্ন জেলার কয়েকজন নির্বাচিত কবি গৌতম গুহ রায়, মলয় সরকার, অঞ্জন দাস ও সুকৃতি সিকদার। নিজেদের কয়েকটি কবিতা তাঁরা পাঠকের দরবারে উপস্থাপিত করেন। অন্যদিকে, গল্পকার বিমান পন্ডা, হেমন্ত সরখেল ও বনমালী মন্ডল তাঁদের লেখা নির্বাচিত গল্প পাঠ করেন। লেখাগুলির উপর পাঠ প্রতিক্রিয়া জানান পাঠক মলয় পাহাড়ি ও আশিস মিশ্র।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এই অনুষ্ঠানের উদ্য়োক্তা ও সম্পাদক কবি ও সাহিত্যিক মণিশঙ্কর জানান, এই অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য হল লেখক ও পাঠকের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করা ও পাঠকদের সাহিত্য মনস্ক করা। দুর্গাপুরের বহু কবি ও সাহিত্যিক এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সাহিত্য আলোচনায় অংশ নেন ও তাঁদের সুচিন্তিত মতামত পেশ করেন। দিনভর চলে এই মনোগ্রাহী সাহিত্য অনুষ্ঠান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
বিভিন্ন জেলার কবি-সাহিত্যিকদের নিয়ে অভিনব সাহিত্য আড্ডা 'পাঠকের দরবারে'
News
বিভিন্ন জেলার কবি-সাহিত্যিকদের নিয়ে অভিনব সাহিত্য আড্ডা 'পাঠকের দরবারে'
:
এ এক অন্য ধরণের অনুষ্ঠান। পাঠক ও লেখককে মুখোমুখি বসিয়ে লেখকের লেখার বিচার। লেখক তাঁর নির্বাচিত ও সৃজনশীল লেখাটি পাঠকের দরবারে পেশ করছেন আর নির্বাচিত পাঠকরা সেই লেখা নিয়ে আলোচনা করছেন।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!