তামা পাচারের সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুর্গাপুরের বালি মাফিয়া কেবু

তামা পাচারের সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুর্গাপুরের বালি মাফিয়া কেবু
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তামা পাচারের সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বালি মাফিয়া সুজয় পাল ওরফে কেবু। উদ্ধার হয়েছে দেড় কুইন্টাল তামা। বাজেয়াপ্ত করা হয়েছে বিলাসবহুল গাড়ি। কে এই সুজয় পাল? সূত্রের খবর, সুজয় ওরফে কেবু বেআইনি বালি কারবারের সাথে যুক্ত। বালির প্যাড নকল করে বালি পাচারের অভিযোগ রয়েছে। এর আগেও তাকে পুলিশ গ্রেফতার করেছিল। মেয়াদ শেষের পরেও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পার্কিং জোর করে চালানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এবার, অস্ত্র নিয়ে তামা পাচার করতে গিয়ে শনিবার রাতে দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করে তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বিলাসবহুল গাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে তামা পাচার করছিল কেবু। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার গান্ধী মোড়ের বেসরকারি ল’কলেজের সামনে তার গাড়ি আটকায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় বেআইনি আগ্নেয়াস্ত্র। উদ্ধার করা হয় দেড় কুইন্টাল তামা। রবিবার কেবুকে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় মহকুমা আদালতে। বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ চাপে পড়ে গ্রেফতার করেছে কিন্তু বেশি দিন ধরে রাখতে পারবে না মাফিয়া কেবুকে, কটাক্ষ কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর। তিনি বলেন, “দুর্গাপুরে মাফিয়া রাজ চালু করেছিল কেবু। এখন পুলিশ চাপে পড়ে গ্রেফতার করেছে। তবে কিছুদিনের মধ্যেই সে ছাড়া পেয়ে যাবে।” এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের মদতে সে বেআইনি কাজ করে, কটাক্ষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়ের দাবি, “বিরোধীদের কথার গুরুত্ব নেই। কারণ, যেখানেই অন্যায় হচ্ছে পুলিশ সেখানেই ব্যবস্থা নিচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!