ড. বি সি রায় কলেজে আজ আসছেন কালনার জলকন্যা সায়নী দাস ও প্রতিবন্ধী পর্বতারোহী উদয় কুমার

ড. বি সি রায় কলেজে আজ আসছেন কালনার জলকন্যা সায়নী দাস ও প্রতিবন্ধী পর্বতারোহী উদয় কুমার
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ২০০০ সালে যাত্রা শুরু করেছিল Dr. B C Roy Engineering College (BCREC)। প্রতি বছর বহু ইঞ্জিনিয়ার এই কলেজ থেকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হচ্ছেন এবং কর্মজগতে প্রবেশ করছেন। এ’বছর কলেজের ২৫ বছর। বছরভর নানা কর্মসূচীর আয়োজন করা হচ্ছে। বুধবার কলেজের তরফে আয়োজিত কর্মসূচীতে উপস্থিত থাকবেন ক্রীড়া জগতের দুই নামী দিকপাল, সায়নী দাস ও উদয় কুমার।

পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা সায়নী ২০১৭-এ ইংলিশ চ্যানেল জয় করেন। পরে একে একে তিনি অতিক্রম করেছেন ক্যাটালিনা, রটনেস্ট, মলোকাই, কুক স্ট্রেট ও নর্থ চ্যানেল। দেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে নর্থ চ্যানেল জয় করেন তিনি। এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে পাঁচটি চ্যানেল জয় করেছেন সায়নী। ইংলিশ চ্যানেল পার হওয়ার পরেই তিনি ঘোষণা করেছিলেন, তাঁর লক্ষ্য সপ্তসিন্ধু জয়। সায়নীর তাই পরবর্তী লক্ষ্য, জাপানের সুগারু এবং স্পেনের জিব্রাল্টা। তাহলেই তাঁর সপ্তসিন্ধু জয় সম্পূর্ণ হবে। প্রতিবন্ধী পর্বতারোহী উদয় কুমার ইতিমধ্যেই অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর একটি পা ৯০ শতাংশ নেই। তাই নিয়ে তিনি ১৬৫০০ ফুট উঁচু কাঞ্চনজঙ্ঘা রেহনক শৃঙ্গ জয় করেন। ১৯৩৪১ ফুট উঁচু মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় ওঠেন তিনি। 

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

কলেজের তরফে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় স্তর সহ নানা পুরস্কারে ভূষিত দুই ক্রীড়াবিদ তাঁদের নিজেদের অভিজ্ঞতা ও সাফল্য ব্যক্ত করে কলেজের ছাত্র ছাত্রী, ফ্যাকাল্টি সহ বাকিদের উৎসাহিত করবেন। বিকাল ৩টায় কলেজের খেলার মাঠে শুরু হবে অনুষ্ঠান। উপস্থিত থাকবেন কলেজ সোসাইটির প্রধান উপদেষ্টা ড. সৈকত মৈত্র, সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং, কলেজের অধ্যক্ষ সঞ্জয় এস পাওয়ার প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Highlight
ড. বি সি রায় কলেজে আজ আসছেন কালনার জলকন্যা সায়নী দাস ও প্রতিবন্ধী পর্বতারোহী উদয় কুমার
News
ড. বি সি রায় কলেজে আজ আসছেন কালনার জলকন্যা সায়নী দাস ও প্রতিবন্ধী পর্বতারোহী উদয় কুমার
:
কলেজের তরফে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় স্তর সহ নানা পুরস্কারে ভূষিত দুই ক্রীড়াবিদ তাঁদের নিজেদের অভিজ্ঞতা ও সাফল্য ব্যক্ত করে কলেজের ছাত্র ছাত্রী, ফ্যাকাল্টি সহ বাকিদের উৎসাহিত করবেন।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!