অজয়ের নতুন সেতু দিয়ে চালু হচ্ছে এসবিএসটিসি-র দুর্গাপুর-সিউড়ি বাস পরিষেবা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার অজয় নদের উপরে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসা ব্লকের শিবপুর ও বীরভূমের (Birbhum) জয়দেবের মাঝে তৈরি সেতুর ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই এই সেতু দিয়ে চালু হয়ে যাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) দুর্গাপুর-সিউড়ি রুটের বাস। শিবপুর থেকে এদিন এই বাস পরিষেবা চালুর কথা জানান এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সেতুর শিবপুরের দিকে স্ক্রিনে সেতুর উদ্বোধন দেখানোর ব্যবস্থা রয়েছে। তৈরি করা হয়েছে মঞ্চ। উপস্থিত রয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পোন্নমবলম এস, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুর থেকে সিউড়ি রুটে সরকারি বাস পরিষেবা চালু হয়ে যাবে। সেতু তৈরি হওয়ায় অনেক যোগাযোগ নিবিড় হবে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

