দারুণ উদ্যোগ! শ্রাবণ্যে ঢুকে QR কোড স্ক্যান করলেই ফুটে উঠবে গাছের নাম

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ‘কিউআর’ কোড স্ক্যান করলেই ফুটে উঠবে গাছের নাম। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে সার্কিট হাউসের উল্টোদিকের বাগানের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রাবণ্য রেখেছেন। বন মহোৎসব উপলক্ষে শনিবার সেই শ্রাবণ্যে গাছের পরিচয় জানতে কিউ আর কোড চালু করার উদ্যোগ নিল প্রশাসন। কিউআর কোড স্ক্যান করে প্রকল্পের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অনেকে বাগানে ঢুকে গাছ দেখেন কিন্তু বুঝতে পারেন না কোন গাছের কী নাম। পড়ুয়ারাও বাগান দেখতে এসে গাছের নাম জানতে চায়। এবার সেই সমস্যা মিটবে। কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে কোন কোন গাছ রয়েছে বাগানে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুরের ডিএফও অনুপন খান, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

