
তিনি তাঁর বক্তব্যে, প্রতিটি সফল মহিলার মধ্যে যে অন্তর্নিহিত বহ্নিশিখা বিদ্যমান রয়েছে, সেকথা তুলে ধরেন।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ ফেব্রুয়ারি ২০২৪: বুধবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Polytechnic (BCRP) কলেজের ইন্টারন্যাল কমিটির পক্ষ থেকে ‘নারীর ক্ষমতায়ন’ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মিশন হাসপাতালের সাইকোলজিস্ট ডঃ অনুরূপা গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর বক্তব্যে পড়ুয়াদের সামনে সুধা মুর্তি, মেরি কম, বন্দনা শিবা, জে কে রাউলিং প্রমুখ মহিলার সাফল্যের পিছনে কতটা লড়াই রয়েছে, তা তুলে ধরেন।
তিনি তাঁর বক্তব্যে Maya Angelou-র উদ্ধৃতি, “Nothing can diminish the light which shines from within” উল্লেখ করে প্রতিটি সফল মহিলার মধ্যে যে অন্তর্নিহিত বহ্নিশিখা বিদ্যমান রয়েছে, সেকথা তুলে ধরেন। তিনি তাঁর বিভিন্ন কেস স্টাডি তাঁর বক্তব্যে তুলে ধরেন এবং কীভাবে সেই সব সমস্যার সমাধান করেছেন তা জানান। পড়ুয়ারা তাঁর সঙ্গে কার্যত প্রশ্নোত্তরে মেতে ওঠেন। তিনি এরপর Michelle Obama-র উদ্ধৃতি “No country can ever truly flourish if it stifles the women and deprives itself of the contribution of half of its citizens ” উল্লেখ করেন।
কলেজের অধ্যাপক ডঃ অর্ণব চ্যাটার্জি সেমিনারের সূচনা করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডঃ চন্দন কুমার ঘোষ। তিনি তাঁর বক্তব্যে জানান, পুরুষ ও মহিলার সমানাধিকার ছাড়া কোনও সমাজ সঠিক ভাবে এগোতে পারে না। পড়ুয়াদের পাশাপাশি কলেজের অন্যান্য ফ্যাকাল্টিরা সেমিনারে অংশ নেন। কলেজের ইন্টারন্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক রুমালি মন্ডল ধন্যবাদজ্ঞাপক বক্তব্য রাখেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।