
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে এএসপি স্টেডিয়ামের সামনের অংশ। গুগল ম্যাপ খুললে দেখা যাচ্ছে রাস্তার ওই অংশে লেখা ‘পুলিশ এখানে গাড়ি ধরে, টাকা নেয়’! তা নিয়ে শহরের নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কে একাজ করেছে তা খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
এএসপি স্টেডিয়ামের সামনে রোটারি রয়েছে। সেই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। বহু বাইক ও গাড়ির চালক গুগল ম্যাপের লোকেশন ট্র্যাক করে ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। অনেকেই লোকেশন খুলে চমকে যাচ্ছেন। এসপি স্টেডিয়ামের সামনের রোটারির পাশে লাল রঙে গুগল ম্যাপে জায়গা চিহ্নিত করা হয়েছে, ‘পুলিশ এখানে গাড়ি ধরে, টাকা নেয়’, এটা লিখে। এমন লেখা দেখে কেউ কেউ ভয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কে, কেন এমন লিখল তা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই জানিয়েছেন, ওই রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গের জন্য ট্রাফিক পুলিশ বাইক বা গাড়ি আটকায়। বিশেষ করে বিকেলের দিকে প্রায় নিয়মিত অভিযান চলে। এসিপি ট্রাফিক (থ্রি) রাজকুমার মালাকার বলেন, “গোটা দুর্গাপুর জুড়েই ট্রাফিকের বিশেষ নজরদারি চলে। মদ্যপান করে গাড়ি চালালে, হেলমেট না পরলে আইনি পদক্ষেপ নেওয়া হয়। ট্রাফিকের কড়া পদক্ষেপের জন্য দুর্ঘটনা কমেছে। বসন্ত উৎসবেও দুর্ঘটনা ঘটেনি। মোবাইল লোকেশনে এই সব কারা লিখছে আমাদের জানা নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
