দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ ফেব্রুয়ারি ২০২৪: দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের ১০০ শতাংশ বাড়িকে বর্জ্য পৃথকীকরণ প্রক্রিয়ায় সামিল করার লক্ষ্যে সোমবার বিশেষ সভা অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে বিধাননগর রেসিডেন্টস অ্যাসোসিয়েশন হলে। সভায় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন নাগরিক সংগঠন ও সামাজিক সংগঠনের ৫৬ জন প্রতিনিধি।
সভা পরিচালনা করেন প্রাক্তন কাউন্সিলর ডাঃ ছবি নন্দী। বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কবি ঘোষ ও অঙ্কিতা চক্রবর্তী। আলোচনায় অংশ নেন বিধাননগর রেসিডেন্টস অ্যাসোসিয়েশন এর সম্পাদক সুমন ব্যানার্জি, কথা ও কাহিনী সাংস্কৃতিক সংস্থার হৃদয় সাঁই, বিধান নগর সেক্টর কমিটির নয়ন রঞ্জন ঘোষ প্রমুখ।
ডাঃ ছবি নন্দীকে আহ্বায়ক করে একটি টিম গঠন করা হয়েছে। বিধাননগর রেসিডেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে বিভিন্ন অভিযোগ দায়ের করার জন্য রেজিস্ট্রার থাকবে। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও সুইচ অন ফাউন্ডেশন এই কর্মসূচি রূপায়নের জন্য যাবতীয় কারিগরি, পরামর্শ ও IEC সহায়তা প্রদান করবে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।