দিঘার জগন্নাথ ধাম এবার দুর্গাপুরেই! শঙ্করপুর সর্বজনীনের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুজো দেখতে গিয়ে মিলবে মহাপ্রসাদ-ও
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দিঘার নবনির্মিত জগন্নাথ ধাম মন্দিরে যারা এখনও দর্শন করতে যেতে পারেননি, তাঁদের জন্য সুখবর! পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি এ বছর তাদের ২৬ তম বর্ষে পদার্পণ করছে। এবার দিঘার জগন্নাথ মন্দিরের হুবহু আদলে গড়ে উঠেছে তাদের মণ্ডপ। শুধু মণ্ডপ নয়, পুজো প্রাঙ্গণেই থাকবে ভক্তদের জন্য শ্রীজগন্নাথ দেবের মহাপ্রসাদের ব্যবস্থা-ও।
ভক্তিমণ্ডিত পরিবেশকে আরও উজ্জ্বল করতে উপস্থিত থাকবেন দুর্গাপুর ইসকন মন্দিরের প্রভু ও ভক্তবৃন্দ। সর্বক্ষণ ভগবানের নামসংকীর্তন আর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ভরে তুলবে পুজো চত্বরকে। পুজো কমিটি জানিয়েছে, গত বছর রজত জয়ন্তী উপলক্ষে আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে দর্শকদের মন জয় করেছিল তারা। সেই সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও দর্শকদের চমক দিতে বেছে নেওয়া হয়েছে দিঘার জগন্নাথ মন্দির থিম।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উদ্যোক্তাদের বিশ্বাস, এ বছরের থিম গত বছরের থেকেও বেশি জনপ্রিয় হবে এবং দূরদূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী আসবেন এই অনন্য মণ্ডপ দেখতে। উল্টো রথের পুণ্যতিথিতেই মহাসাড়ম্বরে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয় প্রস্তুতি। সেদিন উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বহু বিশিষ্টজন।
মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই পুজোর উদ্বোধন করেন। জানা গিয়েছে, মণ্ডপ ও প্রতিমা দর্শনের পর দর্শনার্থীরা প্রসাদ গ্রহণ করতে পারবেন বহির্বেদীতে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল লোকেশন শেয়ার করা হয়েছে যাতে বাইরের দর্শনার্থীরাও সহজেই জায়গাটি খুঁজে পান। সব মিলিয়ে, দুর্গাপুরের শঙ্করপুর এ বছর যেন হয়ে উঠছে ছোট্ট দিঘা— জগন্নাথ ধামের ভক্তিমণ্ডিত আবহে মেতে উঠবে গোটা এলাকা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
