দুর্গাপুর দর্পণ, ১২ জুন ২০২৪: হাটে সবজি কিনতে গিয়ে মোবাইল চুরি হয় রাইস মিল মালিকের। কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্ট থেকে মোটা টাকা গায়েব হয়ে গেল তাঁর। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুককোন্দার সন্দীপন পালের রাইস মিল রয়েছে রঘুনাথপুরে। গত ২ জুন তিনি বনকাটির ১১ মাইলে হাটে যান সবজি কিনতে। সেখানে দেখেন, তাঁর মোবাইল চুরি হয়ে গিয়েছে। ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টের নথি ছিল সেই ফোনে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
ফোনের সিম কার্ড রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। খোঁজাখুঁজি করে মোবাইল না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন। সেই দিনই কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিকেলে বাড়িতে থাকা আরও একটি ফোনের সঙ্গে একই ইমেইল সংযোগ থাকায় চুরি যাওয়া ফোনের অনলাইন পেমেন্ট অ্যাপ ইন্সটল করতেই বাড়িতে থাকা ফোনেও ওই অ্যাপটি ইন্সটল হয়ে যায়। তারপরেই তিনি দেখতে পান, চুরি যাওয়া ফোনটি থেকে দফায় দফায় অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে।
বাধ্য হয়ে ৩ জুন দুর্গাপুরের সিটি সেন্টারে মোবাইল পরিষেবা সংস্থার অফিসে গিয়ে পুরনো সিম কার্ড বন্ধ করে দেন। তারপরেও কোনও কাজ হয়নি। ৫ জুন পর্যন্ত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা তাঁর কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে মোট প্রায় ৮৬ হাজার টাকা দুষ্কৃতীরা লোপাট করে দিয়েছে বলে অভিযোগ। সন্দীপন পাল বলেন, “চরম দুশ্চিন্তার মধ্যে আছি। কাঁকসা থানার পর দুর্গাপুর সাইবার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।