ডিটিপিএসে পুনর্বাসন দেবে কে? দায় ঠেলাঠেলি বিজেপি-তৃণমূলের!

ডিটিপিএসে পুনর্বাসন দেবে কে? দায় ঠেলাঠেলি বিজেপি-তৃণমূলের!
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: উচ্ছেদের প্রতিবাদে ডিটিপিএসের ডিজিএমের বাড়ি ঘেরাও করে শুক্রবার বিক্ষোভ দেখালেন বস্তিবাসীরা। ডিটিপিএসে নতুন ৮০০ মেগাওয়াটের একটি সুপারক্রিটিক্যাল ইউনিট স্থাপন করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজনীয় জমির জন্য ডিটিপিএস কর্তৃপক্ষ নোটিশ দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেছেন। প্রতিবাদে বস্তিবাসীরা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে। পুনর্বাসনের দাবি জানিয়ে শুক্রবার তাঁরা ডিজিএম সমীর কুমার সাহার বাড়ি ঘেরাও করেন। 

ডিজিএম জানান, পুনর্বাসন, উচ্ছেদের সময়সীমা বাড়ানো এবং আর্থিক সাহায্যের দাবি উর্ধতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। সেখান থেকে যেমন নির্দশ আসবে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বস্তিবাসীরা জানান, কোনও ভাবেই আর উচ্ছেদ মেনে নেওয়া হবে না। দুই পক্ষের মধ্যে তুমুল বচসাও হয়। বিক্ষোভকারীদের পক্ষে অরিন্দম নায়েক বলেন, “তৃণমূল, বিজেপি সহ সব দলের নেতারা এসেছিলেন। সাংসদ, বিধায়ক, মন্ত্রী সবাই এসেছেন। কিন্তু আমাদের পুনর্বাসনের কোনও ব্যবস্থা হয়নি। আমাদের লড়াই আমাদেরকেই লড়তে হবে।” 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “প্রকল্পের জন্য জমির দরকার। কিন্তু গরীব বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারের অনেক খাস জমি রয়েছে। সেখান থেকে জমি দিলে কেন্দ্রীয় প্রকল্পে বাড়ি বানিয়ে দেওয়া হবে। ডিটিপিএস কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এদিনই পুনর্বাসন এবং উচ্ছেদের জন্য কমপক্ষে ৩ মাসের সময় দেওযার দাবি জানিয়ে এসেছি। মহকুমাশাসকের সঙ্গে কথা বলব। ডিভিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব। মুখ্যমন্ত্রীকে চিঠি দেব। এর মধ্যে যদি উচ্ছেদ হয়, তাহলে আমি বুলডোজারের সামনে দাঁড়াব।”

বিজেপি বিধায়কের এমন বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “ডিটিপিএসকে জমি দিয়েছে রাজ্য সরকার। ভবিষ্যতের কথা ভেবে অনেক বেশি জমি তাঁরা নিয়ে রেখেছেন। কিন্তু তাঁদের অপদার্থতার জন্য অতিরিক্ত জমি সুরক্ষিত রাখতে পারেননি। বহু গরীব মানুষ বহু বছর আগে সেই জমিতে বসবাস শুরু করেছেন। এখন তাঁদের বিকল্প ব্যবস্থা কর্তৃপক্ষকে, কেন্দ্রীয় সরকারকে করতে হবে। রাজ্য সরকার কত বার জমি দেবে? বুলডোজারের সামনে দাঁড়ানোর বুলি আমরা ওঁদের প্রাক্তন সাংসদের মুখেও শুনেছিলাম। এখন বিধায়কও একই কথা বলছেন। বাস্তবে ওঁরা কিছু করেন না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
ডিটিপিএসে পুনর্বাসন দেবে কে? দায় ঠেলাঠেলি বিজেপি-তৃণমূলের!
News
ডিটিপিএসে পুনর্বাসন দেবে কে? দায় ঠেলাঠেলি বিজেপি-তৃণমূলের!
:
প্রতিবাদে বস্তিবাসীরা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে। পুনর্বাসনের দাবি জানিয়ে শুক্রবার তাঁরা ডিজিএম সমীর কুমার সাহার বাড়ি ঘেরাও করেন।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!