দুর্গাপুর: মহালয়ার সকালে অভিনব উদ্যোগ নিল দুর্গাপুরের ভারতী সর্বজনীন দুর্গাপুজো কমিটি। ইন্টারনেট এর যুগে মোবাইলে বন্দি শৈশব থেকে যুব সমাজ। তাদের জন্য মহালয়ার সকালে দেবী দুর্গার গান, নাচ আর এলাকা পরিক্রমা করা হয়। চলে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান। তারপরেই আলপনা দিতে দেখা যায় এলাকার রাস্তায়। চরম উৎসাহ উদ্দীপনা দেখা দেয় এলাকাবাসীর মধ্যে।
এবার পুজোর ৫৪ বছর। এবারের থিম জল সংরক্ষণ। জল অপচয় রোধ কীভাবে করতে হবে সেই চিত্রই ফুটে উঠছে এই মন্ডপে। ৪৬০ কেজি ওজনের গামার কাঠের গুড়ির মধ্যে মা দুর্গার মূর্তি খোদাই করা থাকবে। পুজো কমিটির সভাপতি নবেন্দু ভট্টাচার্য বলেন, “যেভাবে জল অপচয় হচ্ছে তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। তাই আমরা পরিবেশকে বাঁচানোর ভাবনা নিয়েছি। মহালয়ার ভোর থেকে এলাকাবাসীদের নিয়ে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অংশ নিয়েছিল এলাকার মহিলারা। চরম উচ্ছ্বাস, উদ্দীপনা দেখা যায় এলাকায়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।