দুর্গাপুজোর প্রাক্কালে কোকওভেন থানার বিশেষ কর্মসূচী

দুর্গাপুজোর প্রাক্কালে কোকওভেন থানার বিশেষ কর্মসূচী
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কোকওভেন থানার উদ্যোগে দুর্গাপুজোর আগে বিশেষ এক কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৫০টি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় সেগুলির আসল মালিকদের হাতে। 

এছাড়া আসন্ন শারদোৎসব উপলক্ষে প্রায় সাতশো দুঃস্থ বাসিন্দার হাতে এদিন শাড়ি প্রদান করা হয়। কোক ওভেন থানার পুলিশ আধিকারিক মইনুল হকের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি (দুর্গাপুর) সুবীর রায়। পুজোর আগে এমন উপহার পেয়ে খুশি সবাই।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুজোর প্রাক্কালে কোকওভেন থানার বিশেষ কর্মসূচী
News
দুর্গাপুজোর প্রাক্কালে কোকওভেন থানার বিশেষ কর্মসূচী
:
সেখানে ৫০টি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় সেগুলির আসল মালিকদের হাতে। এছাড়া আসন্ন শারদোৎসব উপলক্ষে প্রায় সাতশো দুঃস্থ বাসিন্দার হাতে এদিন শাড়ি প্রদান করা হয়।
Published By
error: Content is protected !!