পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দুর্গাপুরে ট্রাফিকের বিশেষ কর্মসূচী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের ট্রাঙ্ক রোড সংলগ্ন কাজী নজরুল রোড এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের নিয়ে ট্রাফিক পুলিশের পদযাত্রার আয়োজন করা হয়। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফে’র বিশেষ কর্মসূচি হয়। এই পদযাত্রার মাধ্যমে ট্রাফিক সচেতনতার বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী, এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার, ওসি সাব ট্রাফিক আমিনুর রহমান প্রমুখ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দুর্গাপুরে ট্রাফিকের বিশেষ কর্মসূচী
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে 'সেফ ড্রাইভ, সেভ লাইফে'র বিশেষ কর্মসূচি হয়। এই পদযাত্রার মাধ্যমে ট্রাফিক সচেতনতার বার্তা দেওয়া হয়।
Published By
Arpita Majumder
Durgapur Darpan
