যুব ভারতী সঙ্ঘের কালীপুজোর উদ্বোধন করল বিশেষ ভাবে সক্ষম বাচ্চারা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের যুব ভারতী সঙ্ঘের শ্যামাপুজোর এবার ১৬ তম বর্ষ। সোমবার পুজোর উদ্বোধন করে হোপ স্কুলের বিশেষ ভাবে সক্ষম ছাত্র ছাত্রীরা। তারা এদিন ফিতে কেটে, প্রদীপ প্রজ্জলন করে তারা উদ্বোধন করে। রবিবার পুজো কমিটির উদ্যোগে রোড আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। মোট ১১টি বিভাগে প্রতিযোগীদের ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেয় হোপ স্কুলের পড়ুয়ারা। এবারের কালীপুজোয় উদ্যোক্তারা গড়ে তুলেছেন ভুতুড়ে রাজবাড়ি (জীবন্ত অশরীরী বুড়িমা)। পুজো কমিটির তরফে সুশান্ত কুন্ডু বলেন, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারাই আমাদের সেলিব্রেটি। তাই তাদের দিয়েই পুজো উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )