D. Pharm, B. Pharm এবং M. Pharm এর মোট ২৫০ জন পড়ুয়া বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ জানুয়ারি ২০২৪: দু’দিন ধরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy College of Pharmacy and Allied Health Sciences (BCRCP)-এ আয়োজিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। নিজস্ব ক্যাম্পাসে ২৪-২৫ জানুয়ারি এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা করেন Dr. B. C. Roy Engineering College Society এর সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, BCRCP এর অধ্যক্ষ ডঃ সমীর কুমার সামন্ত।
সমীরবাবু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জানান, পড়ুয়াদের সার্বিক উন্নয়নের জন্য যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। ক্যারম বোর্ডে গুটি ফ্লিক করে প্রতিযোগিতার সূচনা করেন তরুণবাবু। D. Pharm, B. Pharm এবং M. Pharm এর মোট ২৫০ জন পড়ুয়া বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। সফল প্রতিযোগীদের পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়। কলেজের অধ্যাপক ডঃ শান্তনু চক্রবর্তী পুরো অনুষ্ঠান পরিচালনা করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।