দুর্গাপুর: দুর্গাপুরে সৃষ্টিশ্রী মেলা শুরু হবে ১৭ জানুয়ারি। দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হবে এই মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের সামগ্রীর পসরা সাজিয়ে বসবেন শিল্পীরা। থাকছে রকমারি খাবারের স্টল। ২৩ জানুয়ারি পর্যন্ত হবে মেলা। মোট ৯২ টি স্টল থাকবে এই মেলায়। এছাড়া স্থানীয় ও রাজ্য স্তরের শিল্পীদের নিয়ে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুর্গাপুর নগর নিগমে শনিবার সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার,পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ। মন্ত্রী বলেন, “এই মেলাকে ঘিরে বাড়তি উৎসাহ থাকে দুর্গাপুরবাসীর মধ্যে। রাজ্যের হস্তশিল্পীরা লাভের মুখ দেখেন এই মেলায়। দ্বিতীয় বছরের এই মেলা এবারও উপভোগ্য হবে বলে আমাদের আশা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।