দুর্গাপুর দর্পণ, কাঁকসা: মদ কারখানার দূষণের বিরুদ্ধে ফের রাজ্য সড়ক অবরোধ পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসায়। স্থানীয়দের অভিযোগ, মদ কারখানার বর্জ্য মজুত করা হচ্ছে রাইস মিলের গুদামে। বর্জ্য থেকে চরম দুর্গন্ধ ছড়াচ্ছে। আবার মদ কারখানার দূষিত বর্জ্য জলে চাষের জমিও নষ্ট হচ্ছে। দুর্গন্ধে অসুস্থ হয়েছেন এলাকার অনেকে। নানা রকম রোগের শিকার হচ্ছেন তাঁরা। বারবার পুলিশ, প্রশাসনকে বলেও কাজের কাজ কিছু হয়নি। রাস্তা অবরোধ করা হয়েছে। তাতেও কোনও ফল মেলেনি।
প্রতিবাদে ফের আজ পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। দোমরা অঞ্চলের বাসিন্দারা এদিন রাস্তার উপরে বসে বিক্ষোভ শুরু করে দেন। রাস্তা অবরোধের জেরে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের অন্যতম যোগাযোগ রক্ষাকারী রাজ্য সড়ক স্তব্ধ হয়ে যায়। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
উল্টে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন স্থানীয় আদিবাসী সমাজের মানুষজন। তাঁদের বক্তব্য, তিন থেকে চার মাস ধরে এই সমস্যা চলছে। ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারছে না। আজ ছাত্র ছাত্রীরাও তাই আন্দোলনে সামিল হয়েছে। বহু প্রতিশ্রুতি মিলেছে এর আগে। কিন্তু কাজ হয়নি। অবিলম্বে ব্যবস্থা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।