
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার মহিলার ব্যাগ ছিনতাই হয় সিটিসেন্টার বাসস্ট্যান্ড থেকে। সেই রাতেই পুলিশের তৎপরতায় কাঁকসা থানার পানাগড় রেল কলোনিতে থেকে গ্রেফতার করা হয় দেবা চৌহান নামের যুবককে। উদ্ধার হয় ব্যাগ এবং ব্যাগে থাকা টাকা ও দামী মূল্যবান মোবাইল। বৃহস্পতিবার চুরি যাওয়া সামগ্রী মহিলার হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে আদালতে তোলা হলে তার ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বড়জোড়ার রুবি পবি বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন সিটি সেন্টার বাসস্ট্যান্ডে। সেই সময় একটি দ্রুত গতিতে বাইককে করে এসে এক দুষ্কৃতী মোবাইল ও টাকা সহ ব্য়াগ ছিনতাই করে নিয়ে যায়। সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন রুবি। তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিতে দেখে কাঁকসা থানার পানাগড় রেল কলোনিতে থেকে গ্রেফতার করে দেবা চৌহানকে। বাইক সহ চুরি যাওয়া সামগ্রী বাজেয়াপ্ত হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ব্যাগ সহ টাকা মোবাইল মহিলার হাতে তুলে দেওয়া হয়। বাইক মালিকের সন্ধান করা হচ্ছে এবং এর সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
