দুর্গাপুরে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম স্কুল পড়ুয়া ও টোটো চালক

দুর্গাপুর: দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এ-জোনের এস এন ব্যানার্জি রোডে ডাম্পারের ধাক্কায় জখম টোটো চালক সত্যজিৎ দত্ত ও টোটোয় থাকা ১২ বছরের স্কুল পড়ুয়া পরঞ্জয় ভট্টাচার্য। সোমবার বিকেল ৩:৪৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পলাতক ডাম্পার চালক। দুর্গাপুরের লিঙ্ক রোড থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে সবুজ নগরের দিকে যাচ্ছিল ডাম্পারটি। সেই সময় একটি টোটোকে ধাক্কা মারে ডাম্পারটি।
পরঞ্জয়কে টিউশন পৌঁছে দিতে যাচ্ছিল টোটোটি। দুর্ঘটনায় টোটো চালকের বাঁ হাতে এবং পরঞ্জয়ের মাথায় গুরুতর আঘাত লাগে। প্রথমে তাদের দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই স্কুল পড়ুয়াকে বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দা মৌমিতা পাল বলেন, “দুর্ঘটনার কবলে পড়ে টোটো চালক ও কিশোর বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছিল। আমি বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলাম, দু’জনেই জখম হয়েছে। তারা রাস্তা দিয়ে পারাপার করা টোটো থামানোর চেষ্টা করছে। কিন্তু কেউ দাঁড়াচ্ছে না।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের দিক থেকে বহু ভারী যানবাহন এই রাস্তা ধরে যাতায়াত করে। দিন দিন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এদিন দুর্ঘটনার পরে ডাম্পার চালক ও খালাসি পালিয়ে যায়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার এবং দুর্গাপুর সাব ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
