চেন্নাই পারেনি, করে দেখালো দুর্গাপুর!

চেন্নাই পারেনি, করে দেখালো দুর্গাপুর!
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ষাটের কোঠায় থাকা এক ব্যক্তির বারবার গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা হচ্ছিল। সবাই যা করেন, তিনিও সেই পথেই হেঁটেছিলেন। চেন্নাইয়ের একটি বিখ্যাত হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে প্রাথমিক পরীক্ষায় পিত্তথলির ক্যান্সার ধরা পড়েনি। পাথর জমেছে বলে জানানো হয়। ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি (Laparoscopic cholecystectomy) করা হয়। আশ্চর্য্যের বিষয়, এরপর চূড়ান্ত বায়োপসি রিপোর্টে দ্বিতীয় পর্যায়ের পিত্তথলির ক্যান্সার ধরা পড়ে। সমস্যার সমাধান না হওয়ায় বাড়ি ফিরে আসতে বাধ্য হন তিনি। 

এই সময় এক পরিচিতের মাধ্যমে তিনি জানতে পারেন, পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মিশন হাসপাতালে এই ধরণের অনেক জটিল ক্যান্সারের সফল চিকিৎসা হচ্ছে। তিনি হাসপাতালে গিয়ে সার্জিক্যাল অনকোলজিস্ট এবং রোবোটিক সার্জন ডাঃ অর্ণব চক্রবর্তীর (এমবিবিএস, এমএস, ডিএনবি, ডাঃ এনবি সার্জিক্যাল অনকোলজি এবং রোবোটিক্স, এমএনএএমএস, এফএসএসও (ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র) সাথে যোগাযোগ করেন। সেখানে দেরি না করে সম্পূর্ণ লিম্ফ্যাডেনেক্টমি সহ র‍্যাডিক্যাল কোলেসিস্টেক্টমি (Complete Lymphadenectomy of station 8,12,13,16b1) করানো হয়। ৫ ঘন্টা ধরে চলে এই জটিল অস্ত্রোপচার। এর পরে, তিনি মিশন হাসপাতালে ৬টি চক্রের অ্যাডজুভেন্ট কেমোথেরাপি (Adjuvant Chemotherapy) করেন। তিনি একেবারে সুস্থ হয়ে ওঠেন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

চিকিৎসকেরা জানান, পিত্তথলির ক্যান্সার ক্যান্সারের সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলির মধ্যে একটি। ভারতে প্রতি বছর প্রায় ৩৫০০০ মানুষ এই রোগে আক্রান্ত হন। মৃত্যুর হার খুব বেশি। প্রতি বছর গড়ে প্রায় ২২০০০ মানুষ এই রোগে মারা যান। পিত্তথলির ক্যান্সারের সফল চিকিৎসার জন্য মিশন হাসপাতালের মতো বিশেষজ্ঞ অনকোলজিক্যাল সিস্টেমের সাহায্য এবং উপযুক্ত দক্ষতার প্রয়োজন। ডাঃ অর্ণব চক্রবর্তী বলেন, “আমরা মানবদেহের সব ধরণের ভয়াবহ ক্যান্সারের সফলভাবে চিকিৎসা করছি। একসময় নিরাময় করা কঠিন বলে বিবেচিত হওয়া পিত্তথলির ক্যান্সার এখন মিশন হাসপাতালে সহজেই নিরাময় করা সম্ভব হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
চেন্নাই পারেনি, করে দেখালো দুর্গাপুর!
News
চেন্নাই পারেনি, করে দেখালো দুর্গাপুর!
:
অবাক করার বিষয়, চূড়ান্ত বায়োপসি রিপোর্টে দ্বিতীয় পর্যায়ের পিত্তথলির ক্যান্সার ধরা পড়ে। সমস্যার সমাধান না হওয়ায় বাড়ি ফিরে আসতে বাধ্য হন তিনি। 
Published By

আরও খবর

error: Content is protected !!