সুরপরিষদ মিউজিক্যাল একাডেমির বসন্ত উৎসবে মেতে উঠল শিল্প শহর

সুরপরিষদ মিউজিক্যাল একাডেমির বসন্ত উৎসবে মেতে উঠল শিল্প শহর
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের উপাসনা প্রেক্ষাগৃহে ১৯ মার্চ সন্ধ্যায় সুরপরিষদ মিউজিক্যাল একাডেমি বসন্ত উৎসবের আয়োজন করেছিল। সংস্থার শিক্ষার্থীরা একক ও সমবেত সঙ্গীত পরিবেশন করে। সঙ্গীত নির্দেশনায় ছিলেন সংস্থার অধ্যক্ষা আনন্দিতা রায় এবং সংস্থার অন্যতম প্রশিক্ষক বিশ্বায়ন রায়। আমন্ত্রিত সংস্থা নবমুক্তমঞ্জরী, নৃত্যশিল্পী অঞ্জনা দীক্ষিত ও জিয়াবোরা প্রমুখের সঙ্গীত, নৃত্য পরিবেশন ছাড়াও ছিল আবৃত্তির অনুষ্ঠান।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুণাভ বক্সী, অনুভা মজুমদার, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী, ঔপন্যাসিক সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এছাড়াও উপস্থিত সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত উদ্যোক্তা ও শ্রোতাদের অনুরোধে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন  বিথীন রায়, প্রদীপ প্রামাণিক ও বিশ্বায়ন রায়। ছিল আবির, মিষ্টান্ন বিতরণের ব্যবস্থা। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
সুরপরিষদ মিউজিক্যাল একাডেমির বসন্ত উৎসবে মেতে উঠল শিল্প শহর
News
সুরপরিষদ মিউজিক্যাল একাডেমির বসন্ত উৎসবে মেতে উঠল শিল্প শহর
:
১৯ মার্চ সন্ধ্যায় সুরপরিষদ মিউজিক্যাল একাডেমি বসন্ত উৎসবের আয়োজন করেছিল। সংস্থার শিক্ষার্থীরা একক ও সমবেত সঙ্গীত পরিবেশন করে।
Published By
Publisher
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!