যেদিন মারা যান সেদিন দুপুরে স্বামীজি কী খেয়েছিলেন?
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৭ জানুয়ারি ২০২৪: স্বামীজি খাদ্যরসিক ছিলেন। রান্না করতেও ভালোবাসতেন। পছন্দের মেনু ছিল বিভিন্ন ধরনের মাছের পদ। তিনি কচুরি খেতেও ভালোবাসতেন। আমেরিকার শিকাগো যাত্রার আগে বোম্বাইয়ে তিনি পোলাও রান্না করে শিষ্যদের খাইয়েছিলেন। যেদিন তিনি মারা যান, সেদিনও দুপুরে ভাত আর ইলিশ মাছের ঝোল খেয়েছিলেন বলে শোনা যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#National Youth Day
#Swami Vivekananda’s Birthday