
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৭ জানুয়ারি ২০২৪: ১৮৮১ সালে নভেম্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম দেখা হয়েছিল নরেনের। তিনি নরেন সহ আরও কয়েকজন ভক্তের হাতে গেরুয়া বসন তুলে দেন। শ্রীরামকৃষ্ণের প্রয়াণের পর ১৮৮৭ সালের জানুয়ারি মাসে প্রয়োজনীয় ক্রিয়াকলাপ সেরে আনুষ্ঠানিকভাবে সেই গেরুয়া ধারণ করেন স্বামীজি।
তাঁর নাম হয় স্বামী বিবিদিষানন্দ। ক্ষেত্রীর মহারাজার সঙ্গে যখন স্বামীজির আলাপ হয়, তখন তিনি মজা করে স্বামীজিকে বলেন, ‘এই বিবিদিষানন্দ নাম উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়।’ কথিত আছে, তিনিই স্বামীজির নতুন নামদেন বিবেকানন্দ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#National Youth Day
#Swami Vivekananda’s Birthday
WhatsApp Group
Join Now