দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৮ জানুয়ারি ২০২৪: রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ‘নরেন যবে বুঝতে পারবে তাঁর কাজ সম্পন্ন হয়েছে, সে নিজে থেকেই চলে যাবে।’ প্রিয় শিষ্যা নিবেদিতাকেও বিবেকানন্দ মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন যা সেসময় বুঝতে পারেননি মার্গারেট।
এমনকী তিনি মৃত্যুর পাঁচ বছর আগে তাঁর অনুগামী অভেদানন্দকেও নিজের প্রয়াণের কথা জানিয়েছিলেন। তবে এত অল্প বয়সে যে তিনি চলে যাবেন সেটা কেউ ধরতে পারেননি। ১৯০২ সালের ৪ জুলাই মাত্র ৩৯ বছর বয়সে দেহত্যাগ করেন স্বামী বিবেকানন্দ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#National Youth Day
#Swami Vivekananda’s Birthday
WhatsApp Group
Join Now