দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৭ জানুয়ারি ২০২৪: স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন ১২ জানুয়ারি। প্রতি বছর এই দিনটি সারা দেশে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। ১৯৮৪ সালে ভারত সরকার ১২ জানুয়ার দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম জাতীয় যুব দিবস পালিত হয়েছিল ১৯৮৫ সালে।
স্বামীজির জীবন ও দর্শণ বিশেষ করে তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার প্রতীক। তাঁর মূল্যবান চিন্তা ও অনুপ্রেরণামূলক বানীর মাধ্যমে যুব সম্প্রদায়কে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই স্বামীজির জন্মজয়ন্তীতে ‘জাতীয় যুব দিবস’ হিসাবে পালন করা হয়।
এই দিনে ক্রীড়া, সেমিনার, নানান প্রতিযোগিতা, স্বামী বিবেকানন্দের উপর বক্তৃতা প্রভৃতির আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দ ধর্মীয় সহিষ্ণুতা প্রচার ও পাশ্চাত্য বস্তুগত অগ্রগতির সঙ্গে ভারতীয় আধ্যাত্মিকতার সমন্বয়ের পক্ষে ছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।