এবার রাজ্যে উদ্যোগপতি বানানোর স্কুল চালু করা হবে?
দুর্গাপুর: উদ্যোগপতি বানানোর স্কুল গড়ার প্রস্তাব উঠল দুর্গাপুরের সিনার্জিতে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে ‘সিনার্জি’ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট, মাঝারি দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, দফতরের প্রধান সচিব রাজেশ পান্ডে, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
প্রায় ৭০০ উদ্যোগপতি সম্মেলনে সামিল হন এদিন। তাঁদের সমস্যা শোনার পাশাপাশি সেগুলি সমাধানের আশ্বাস দেওয়া হয়। দুই জেলার প্রশাসনিক আধিকারিকরা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপতিদের নানা সমস্যা শুনলেন। সেগুলি সমাধানেরও আশ্বাস দিলেন। বেশ কয়েকজন শিল্পপতির হাতে ব্যাঙ্ক ঋণ তুলে দেওয়া হয়। এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত বলেন, “কলকাতায় ইউপিএসসির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একটি ট্রেনিং ক্লাস করেছেন। সেখান থেকে ১২-১৩ জন সুযোগ পেয়েছে। কলকাতায় যেমন এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে তেমনই দুর্গাপুরেও উদ্যোগ করতে স্কুল করা দরকার। যেখানে বাঙালিরা শিখতে পারবে বিনিয়োগ করতে হয় কীভাবে।” মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, দুই জেলা মিলিয়ে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর ফলে প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। অন্ডালে ৪৩.৪০ একর জমিতে দুটি শিল্প পার্ক তৈরি করা হবে। পার্ক তৈরির জন্য প্রায় ১৫ কোটি টাকা খরচ করা হবে। প্রায় এক হাজার কর্মসংস্থান হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
