শিক্ষক দিবসে “সেরা শিক্ষক” পুরস্কার চালু করল BCREC

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ সেপ্টেম্বর ২০২৩: “শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষকেরা শিক্ষার মেরুদণ্ড।” ৬২তম শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলছিলেন দুর্গাপুরের ড: বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের (BCREC) অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার। কলেজের আলবার্ট আইনস্টাইন হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, “শিক্ষকেরাই পড়ুয়াদের গড়ে পিটে সমাজের উপযুক্ত করে তৈরি করে নেন। তাই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের গুরুত্ব অপরিহার্য।”

এ বছরই প্রথম কলেজে চালু হল “সেরা শিক্ষক” পুরস্কার। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথমবার মোট তিনজন শিক্ষক এই পুরস্কার পেলেন। তাঁরা হলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডঃ দোলা সিনহা, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ডঃ রাজীব ব্যানার্জি এবং এমবিএ বিভাগের অধ্যাপক কৃষ্ণা রায়। তাঁদের হাতে পুরস্কার যৌথভাবে তুলে দেন বিসিআরইসি সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্ণেল সিং ও অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার। তরুণবাবু কলেজের শিক্ষকদের এই বিশেষ দিনে অভিনন্দন জানান। তিনি বলেন, “শিক্ষকতা আর পাঁচটা পেশার থেকে সম্পূর্ণ আলাদা এবং শিক্ষকতার প্রতি বিশেষ ভালোবাসা না থাকলে একজন, সফল শিক্ষক হয়ে উঠতে পারবেন না।” অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, “পড়ুয়া এবং সমাজের প্রতিনিয়ত পরিবর্তিত চাহিদার দিকে নজর রেখে শিক্ষকদের জ্ঞানের পরিধির বিস্তার ঘটিয়ে যেতে হবে।” সহকারি অধ্যক্ষ ডঃ কে এম হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম উল্লেখ করে তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের অধ্যাপক ডঃ সুনিতা দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!