দুর্গাপুর: দুর্গাপুরের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক সহযোগিতা করছেন না। ফাইলে সই করছেন না তিনি। ফলে বহু শিক্ষকের বিভিন্ন রকম বকেয়া মিলছে না। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। এমন অভিযোগ তুলে সোমবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃত্বে দুর্গাপুরের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরে বিক্ষোভ দেখান শিক্ষকেরা। ৪ অক্টোবরের মধ্যে কাজ না হলে ফের সেদিন আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
শিক্ষক সমিতির জেলা সভাপতি নুরুল হক বলেন, “অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক ফাইলে সই করছেন না। ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষকেরা। সরকার পদ্ধতি সরল করে দিয়েছে। কিন্তু উনি সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টায় ব্যস্ত। যদিও অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক কানাইলাল দে জানান, পাঁচ বছরের পড়ে থাকা কাজ করতে সময় লাগছে। দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।