দুর্গাপুরে এসআইআর ফর্ম বিলি নিয়ে উত্তেজনা, সিপিএম কর্মীকে ঘিরে বিক্ষোভ

দুর্গাপুরে এসআইআর ফর্ম বিলি নিয়ে উত্তেজনা, সিপিএম কর্মীকে ঘিরে বিক্ষোভ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

তৃণমূলের চাপে সিপিএম কর্মীকে সরিয়ে দিলেন বিএলও

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনি এলাকায় ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। শুক্রবার সকালে ২৬২ নম্বর বুথে অভিযোগ ওঠে, তালিকাভুক্ত সিপিএমের বিএলএ-টু উপস্থিত না থেকে তাঁর বদলে অন্য এক সিপিএম কর্মী বিএলও-র সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম বিলি করছেন। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়।

বুথের নির্দিষ্ট সিপিএম বিএলএ-টু তাপস চক্রবর্তী অনুপস্থিত থাকায় তাঁর জায়গায় সিপিএম কর্মী সলিল বসু কাজ করতে আসেন। বিষয়টি সামনে আসতেই তৃণমূলের কর্মীরা আপত্তি জানান এবং বিক্ষোভ শুরু করেন। বুথের তৃণমূল বিএলএ-টু গোবিন্দ দাস অভিযোগ করে বলেন, “যিনি লিস্টেড নন, তিনি কিভাবে এই বুথে কাজ করবেন?”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

বিএলও সুদীপ রায় জানান, “সলিলবাবু সহযোগিতা করছিলেন। কিন্তু আপত্তি উঠতেই তাঁকে কাজ বন্ধ করতে বলা হয়।” অপরদিকে সলিল বোসের দাবি, “আমি এলাকার পরিচিত। পাশের বুথের ভোটার আমি। আমাদের বিএলএ ব্যক্তিগত কাজে বাইরে থাকায় সাহায্য করছিলাম। কোনও অন্যায় করিনি।” তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে শেষ পর্যন্ত এলাকা ছেড়ে চলে যান সলিল বোস। এরপর ফের শুরু হয় ফর্ম বিলির কাজ। পুরো ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক হতেই পুনরায় ভোটার ফর্ম বিলি শুরু হয়।  (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!