দুর্গাপুর দর্পণ, ২৮ মে ২০২৪: বন্ধুদের সঙ্গে বাজারে গিয়ে নতুন জামা প্যান্ট কিনে বাড়ি ফেরা আর হল না পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ধান্ডাবাগের বাসিন্দা কুন্দন নুনিয়ার (৩৪)। ক্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তার। এই ঘটনয় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের প্রান্তিক এলাকায়। পুলিশ ক্রেন সহ চালক এবং খালাসিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ধান্ডাবাগ কুন্দন ও তার তিন বন্ধু বাইক নিয়ে প্রান্তিকা এলাকার একটি দোকানে জামা প্যান্ট কেনে। তারপর সেই দোকানেই জামা প্যান্ট রেখে প্রান্তিকার একটি দোকানে পায়ে হেঁটে হোটেলে খেতে যাচ্ছিল। প্রান্তিকা মোড়ে আচমকা একটি ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে কুন্দনকে ধাক্কা মারে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
রাস্তায় পড়ে ছটফট করতে থাকে কুন্দন। তার বন্ধুদের চিৎকার শুনে আশপাশের অনেকে দৌড়ে চলে আসেন। আসে দুর্গাপুরের এ-জোন ফাঁড়ির পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় কুন্দনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়।
প্রত্যক্ষদর্শী অনিমেষ সামন্ত জানান, ক্রেনের ধাক্কায় মাথায় ভয়াবহ চোট লাগে কুন্দনের। ব্যাপক রক্তক্ষরণ হয়। কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিলেও তারপরেই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। মর্মান্তিক এই মৃত্যু ঘটনায় কার্যত এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।