দুর্গাপুর: ঠাকুর দেখতে এসে গাড়িতে আগুন। শুক্রবার গভীর রাতে দুর্গাপুরের বুদ্ধবিহার সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের সামনে ঘটনাটি ঘটে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায়, শুক্রবার রাতে বীরভূমের দুবরাজপুর থেকে চারজন একটি গাড়িতে করে দুর্গাপুরে আসেন ঠাকুর দেখতে। গভীর রাতে ভগৎ সিং সংলগ্ন বুদ্ধবিহার পুজো মণ্ডপ দেখার পর গাড়িতে উঠেই তাঁরা দেখেন, ধোঁয়া বেরোচ্ছে।
গাড়ি থেকে তড়িঘড়ি চারজনেই বেরিয়ে যান। তারপরেই দাউ দাউ করে জ্বলে যায় গাড়িটি। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। দমকল বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান। গাড়ির নথিপত্র ঠিক আছে কী না তা তদন্ত করে দেখছে পুলিশ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এদিকে এদিনই রাতে দুর্গাপুরের গ্যারেজ মোড়ে রাস্তার উপরে একটি গাড়ি জ্বলে যায় । জানা গিয়েছে, দুর্গাপুরের ডিভিসি মোড় হয়ে একটি গাড়ি গ্যামন ব্রিজের দিকে যাচ্ছিল। তখন গ্যারেজ মোড়ের সামনে আগুন লেগে যায় ওই গাড়িটিতে। গাড়ির আরোহীরা বেগতিক দেখে নেমে পড়েছিলেন আগেই। তাই বিপদ ঘটেনি। দমকল এসে আগুন নেভায়। ওই রাস্তা দিয়ে তখন যাচ্ছিলেন তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার। তিনি বলেন, “দেখি একটি গাড়ির ইঞ্জিন দাউ দাউ করে জ্বলছে। সামনে গিয়ে দেখি, গাড়ির সব আরোহী বাইরে দাঁড়িয়ে আছেন। দমকল ও পুলিশকে খবর দিই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।