চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুরে, পুলিশের বাড়িতে চুরি করতে গিয়ে গুলিবিদ্ধ চোর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরে পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) এর বাড়িতে চুরি করতে গিয়ে গুলিবিদ্ধ এক চোর। আহত ব্যক্তির নাম রাজেশ দাস। ঝাড়খণ্ডের বাসিন্দা। চাঞ্চল্যকর ঘটনাটি রবিবার রাতে ঘটেছে নিউটাউনশিপ থানার বিধাননগরে। আত্মরক্ষা করতে ওই এএসআই গুলি চালান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বিধাননগরের ডিডিএ মার্কেট সংলগ্ন এলাকায় থাকেন ওই এএসআই। অভিযোগ, রবিবার রাতে চোর তাঁর বাড়িতে ঢোকে চুরি করতে। জানাজানি হতেই চোরকে দাঁড়াতেন বলেন ওই এএসআই। চোর কোনও কথা শোনেনি। উল্টে ওই এএসআইকে হুমকি দিতে থাকে ওই দুষ্কৃতী। এএসআইয়ের উপর চড়াও হতে যায়। তখন আত্মরক্ষার্থে ওই এএসআই গুলি ছোঁড়েন। চোরের কোমরের নিচে গুলি ছুঁয়ে বেরিয়ে যায়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন রাজেশ দাসের দাবি, “অন্য জায়গায় চুরি করে যাচ্ছিলাম। তখন ওই পুলিশের বাড়িতে ঢুকেছিলাম। পালাতে যাচ্ছিলাম তখনই গুলি চালায়। গুলি বেরিয়ে গিয়েছে। চিকিৎসকরা এক্স-রে করেছেন। কিন্তু কিছু পাননি।” আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, “এক চোর ওই এএসআইয়ের বাড়িতে চুরি করতে ঢুকে ছিল। ওই চোরকে দাঁড়াতে বলেন এএসআই। না শুনে উল্টে তাঁর উপরে হামলা চালাতে যায়। তখন নিজেকে বাঁচাতে উনি গুলি চালিয়ে দেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

