পাড়ার কুকুরগুলি এসেছিল। তাদের চিৎকার থামাতে তারা খাবার ছুড়ে দেয়। মিনিট চারেকের চেষ্টার পরে শেষ পর্যন্ত দরজা ভাঙতে পারে দুষ্কৃতীরা।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ ডিসেম্বর ২০২৩: শনিবার রাত ২টো নাগাদ দুঃসাহসিক ডাকাতির চেষ্টা পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড় গুরুদোয়ারা এলাকায়। প্রাক্তন সিপিএম পঞ্চায়েত প্রধানের বাড়ির দরজা দীর্ঘক্ষণের চেষ্টায় ভেঙে ভিতরে ঢোকে প্রায় ১০জনের একটি ডাকাত দল। তবে বাড়ির লোক টের পেয়ে যাওয়ায় তারা পালাতে বাধ্য হয়। পুরো ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
শনিবার রাত ২টোর সামান্য পবে দুষ্কৃতীরা জড়ো হয় ওমপ্রকাশ আগরওয়ালের বাড়ির সামনে। এরপর মেন দরজা ভাঙার কাজ শুরু করে তারা। পাড়ার কুকুরগুলি এসেছিল। তাদের চিৎকার থামাতে তারা খাবার ছুড়ে দেয়। মিনিট চারেকের চেষ্টার পরে শেষ পর্যন্ত দরজা ভাঙতে পারে দুষ্কৃতীরা।
এদিকে বার বার কুকুরের চিৎকার, দরজা ভাঙার খুটখাট শব্দে পরিবারের লোকজন জেগে গিয়েছিলেন। দুষ্কৃতীরা দোতলায় উঠতেই তাঁরা চিৎকার জুড়ে দেন। ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ আসে। কিছুদিন আগে পানাগড়ে দিন দুপুরে একই বাড়িতে তিনজনকে খুন করে চম্পট দেয় দুষ্কৃতী। সেই ঘটনার কোনও কিনারা হয়নি। তার মধ্যেই ফের দুষ্কৃতীদের এত সাহস দেখে দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।