মলানদিঘী গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের ব্যানার! ক্ষোভ

মলানদিঘী গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের ব্যানার! ক্ষোভ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

পঞ্চায়েত অফিসে তৃণমূলের ব্যানার! জেলা শাসকের কাছে অভিযোগ জমা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সরকারি অফিস না কি দলীয় আড্ডাখানা! এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে তৃণমূল কংগ্রেসের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম ঠিক মতো হয় না। পঞ্চায়েত যেন কার্যত তৃণমূলের দলীয় অফিসে পরিণত হয়েছে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

সমাজসেবী জয়দীপ বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সরব হয়েছে। তিনি জেলাশাসকের কাছে ই-মেইল মারফত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “সাধারণ মানুষ পঞ্চায়েতে গিয়ে প্রয়োজনীয় পরিষেবা পাচ্ছেন না। প্রধান-উপপ্রধান ইচ্ছেমতো অফিসে আসেন। এর ফলে গ্রামবাসীরা হয়রানির শিকার হচ্ছেন।” তবে এ বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্তের সাফাই, “সরকারি কার্যালয়ের ভেতর ব্যানার টাঙানো দলের নিয়মবিরুদ্ধ। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত ব্যানার খোলানো হবে।” এই ঘটনায় রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে, সরকারি দফতরে কি এভাবে দলীয় প্রচার চলতে পারে?

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫ পেলেন দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই-এর দুই শিক্ষক, আরও ৫ জনকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস

Highlight
মলানদিঘী গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের ব্যানার! ক্ষোভ
News
মলানদিঘী গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের ব্যানার! ক্ষোভ
:
কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে তৃণমূল কংগ্রেসের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Published By
error: Content is protected !!