‘কাটমানি’ দিয়েও মিলল না আবাসের ঘর! তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ‘কাটমানি’ দিয়েও মিলল না আবাসের ঘর! তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে। দুর্গাপুরের ১৯ নম্বর ওয়ার্ডের ভিড়িঙ্গি গ্রামের বাসিন্দা দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত ঠিকা কর্মী খোকন প্রামানিক অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল নেতা সুধীর বাউরীর বিরুদ্ধে।
খোকন জানান, ২০২২ সালে তিনি আবাসের বাড়ির আবেদন করার জন্য যোগাযোগ করেন ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পর্যবেক্ষক সুধীর বাউরির সাথে। কারণ, তাঁর নিজের বাড়ি বসবাসের উপযুক্ত নয়। অভিযোগ, তৃণমূল নেতা সুধীর জানান, আবাসের বাড়ি পেতে হলে দিতে হবে ৩৫ হাজার টাকা। নিজের দায়িত্বে ঠিকাদার দিয়ে বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তৃণমূল নেতা। খোকনের দাবি, তিনি ধার দেনা করে তিন দফায় ৩৫ হাজার টাকা তুলে দেন সুধীরের হাতে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
খোকনের অভিযোগ, সরকারি বাড়ি পেতে তৃণমূল নেতার পরামর্শে তাঁর ভাঙাচোরা বাড়ি মাটিতে মিশিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে চলে যান। কিন্তু সরকারি বাড়ি আজও পাননি। মাস ছয়েক আগে দুর্গাপুর নগর নিগমে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর নামে কোনও আবেদন জমা পড়েনি। আবাসের তালিকাতে তাঁর নাম নেই। টাকা ফেরত চেয়েও মেলেনি। থানায় ই-মেল করে সুধীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন খোকন।
তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সুধীর অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, দলের একাংশ অভিযোগকারীকে সামনে রেখে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “দল এই অন্যায় বরদাস্ত করবে না।” অভিযোগকারীকে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। পুরো বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের কটাক্ষ, “কাটমানি ছাড়া তৃণমূল কোন কাজ করে না, তা আবার প্রমাণিত। অভিযুক্তের গ্রেফতারির দাবি জানাচ্ছি। আড়াই বছর ধরে পুরসভায় নির্বাচন না করানোতেই দুর্নীতির এত বাড় বাড়ন্ত।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
