লোকসভায় খারাপ ফলের জের, দুর্গাপুর সহ সারা জেলায় তৃণমূলের ব্যাপক রদবদল

নিষ্ক্রিয় নেতাদের বিদায়, নতুনদের দায়িত্ব
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) মোট ৯টি বিধানসভা আসনেই এবার জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নামছে তৃণমূল। সেজন্য সংগঠনে ব্যাপক রদবদল করা হয়েছে। কিছুদিন আগে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় পশ্চিম বর্ধমান জেলার নেতাদের। তারপর থেকে রদবদলের সিদ্ধান্ত কবে ঘোষণা হয় সেদিকে তাকিয়ে ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। বুধবার তালিকা প্রকাশ হবে ভেবেছিলেন অনেকেই। তবে শেষ পর্যন্ত তালিকা প্রকাশ হল বৃহস্পতিবার।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মূলত লোকসভা নির্বাচনে যে সব এলাকায় দল পিছিয়ে ছিল, সেই সব এলাকার নেতৃত্ব বদল করা হয়েছে। জেলার মোট ৩ জন ব্লক সভাপতিকে বদল করা হয়েছে। অন্যদিকে যুব তৃণমূলের ৮ জন ব্লক সভাপতিকে বদল করা হয়েছে। নেতাদের নিষ্ক্রিয়তা এবং লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের উপর ভিত্তি করে দুর্গাপুর ৩ নম্বর ব্লকের সভাপতি ভীমসেন মণ্ডল, রানিগঞ্জ টাউনের সভাপতি রূপেশ যাদব এবং আসানসোল সাউথ টাউনের সভাপতি অনুপ কুমার মাঝিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের এখন জেলা কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুর্গাপুর ৩ ব্লকে ভীমসেন মণ্ডলের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ব্লক সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর শিপুল সাহা-কে। যুব তৃণমূলের দুর্গাপুর ২ নম্বর ব্লক সভাপতি রাজু সিংকে বয়সের জন্য সরিয়ে দেওয়া হয়েছে। রাজু সিং, ধর্মেন্দ্র যাদব এবং বিপ্লব বিশ্বাসকে ২ নম্বর ব্লক তৃণমূলের সহ-সভাপতি করা হয়েছে। অন্ডাল ব্লকে, পঞ্চায়েত নির্বাচনের সময় যুব সভাপতি গণেশ বাদ্যকরকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন সেই জায়গায় পাপ্পু কুণ্ডুকে দায়িত্ব দেওয়া হয়েছে। রানিগঞ্জ টাউন, আসানসোল দক্ষিণ গ্রামীণ, আসানসোল দক্ষিণ টাউন, কুলটি, সালানপুর এবং চিত্তরঞ্জনে যুব তৃণমূলের ব্লক সভাপতিদের নিষ্ক্রিয়তার কারণে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুলটি বিজেপির হাত থেকে উদ্ধার করতে ব্লক ভেঙে দুটি ব্লক গঠন করা হয়েছে। একটির দায়িত্বে কাঞ্চন রায়, অন্যটিতে আদিনাথ পুইতুন্ডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
