![kirti](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/03/kirti.jpeg?fit=1024%2C576&ssl=1)
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ মার্চ ২০২৪: বিশ্বকাপজয়ী ক্রিকেটার দিয়েই কি বর্ধমান-দুর্গাপুর দখল করতে চাইছে তৃণমূল? ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ (Kirti Azad) পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে পা দিতেই সেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।
কীর্তি আজাদ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাগবত ঝা আজাদের ছেলে। কীর্তি বিজেপির হয়ে বিহারের দারভাঙ্গা থেকে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন। ২০১৯ সালে তিনি কংগ্রেসে যোগ দেন। এরপর ২০২১ সালের ২৩ নভেম্বর দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তিনি তৃণমূলে যোগ দেন। ২০২২ সালে তৃণমূল তাঁকে দলের গোয়ার ইনচার্জের দায়িত্ব দেয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 0343-2538468 )
সোমবার কীর্তি পশ্চিম বর্ধমান জেলায় পা রেখেছেন আসন্ন জনগর্জন সভার প্রচারে। তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে ঘাঘড়বুড়ি মন্দিরে পুজো দিয়ে তিনি এসেছেন দুর্গাপুরে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে চর্চা, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী হিসাবে তাঁকেই বেছে নিতে চলেছেন?
কীর্তি আজাদ বলেন, ‘‘নরেন্দ্র মোদীর দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভায় সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানাতে এসেছি আমি। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দীর্ঘদিন ধরে শ্রদ্ধা করি।’’ তাহলে কি তাঁকেই এবার প্রার্থী করা হচ্ছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে? তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “সেটা তো দল জানাবে।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।