দুর্গাপুর থেকে লক্ষ্মীর ভান্ডার টুপি পরে ধর্মতলা গেল তৃণমূল কর্মীরা

দুর্গাপুর থেকে লক্ষ্মীর ভান্ডার টুপি পরে ধর্মতলা গেল তৃণমূল কর্মীরা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের তৃণমূল কর্মীরাও সোমবার ধর্মতলায় একুশে জুলাই শহীদ দিবসের কর্মসূচীতে যোগ দিতে গিয়েছেন। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালুর ফলে অনেকের আর্থিক সুবিধা হয়েছে। তার স্বীকৃতি স্বরূপ দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা লক্ষ্মীর ভান্ডার টুপি বানিয়েছেন এবং সেই টুপি পরেই এদিন তাঁরা ধর্মতলার পথে হাঁটবেন বলে জানিয়েছেন।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

দুর্গাপুরের ৩ নম্বর ব্লক তৃণমূল সহ-সভাপতি আশীষ কেস বলেন, “প্রতিবছরই আমরা একুশে জুলাই এর শহীদ সমাবেশে যোগ দিয়ে থাকি। দিদির দেওয়া লক্ষ্মীর ভান্ডারে অনেকের সংসার চলছে। তাই আমরা লক্ষ্মীর ভান্ডার টুপি মাথায় পরে হাঁটব। তিনটি বাসে করে ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা যাবে।” সোমবার ভোর থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একের পর এক বাস দুর্গাপুর থেকে রওনা দিয়েছে। অনেকে গিয়েছেন গাড়িতেও। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুর থেকে লক্ষ্মীর ভান্ডার টুপি পরে ধর্মতলা গেল তৃণমূল কর্মীরা
News
দুর্গাপুর থেকে লক্ষ্মীর ভান্ডার টুপি পরে ধর্মতলা গেল তৃণমূল কর্মীরা
:
তার স্বীকৃতি স্বরূপ দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা লক্ষ্মীর ভান্ডার টুপি বানিয়েছেন এবং সেই টুপি পরেই এদিন তাঁরা ধর্মতলার পথে হাঁটবেন।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!