রাখি উৎসবে মলানদিঘীতে পদ্ম শিবিরকে ‘বিশেষ শিক্ষা’ দিল তৃণমূল ছাত্র পরিষদ!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাখি উৎসবে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার মলানদিঘীতে পদ্ম শিবিরকে ‘বিশেষ শিক্ষা’ দিল তৃণমূল ছাত্র পরিষদ! তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এদিন সেখানে গাছ বাঁচানোর মিশনে নেমে পড়ে। গাছের গায়ে পেরেক বিঁধে টাঙানো রাজনৈতিক পোস্টার, ব্যানার, পতাকা ও হোর্ডিং খুলে ফেলেন তাঁরা। তবে সেই তালিকায় বিজেপির ব্যানার, হোর্ডিং ছিল না। সংগঠনের সাফ কথা, বিজেপির যা আছে তা বিজেপিকেই খুলতে হবে। তাঁরা ছোবেন না।
ছাত্র পরিষদের সদস্য শিল্পী কর্মকার বলেন, “আজ আমরা গাছে রাখি পরিয়ে গাছের সঙ্গে আজীবন বন্ধুত্বের শপথ নিলাম।” অঞ্চল যুব সভাপতি অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা গাছে পেরেক মারার বিরোধী। সব দলের পোস্টার খুলেছি, কিন্তু বিজেপির পতাকা আর পোস্টার তুলিনি। বার্তা একটাই, ওগুলো বিজেপির কর্মীরাই নিজের হাতে খুলুন।” পোস্টার ও পতাকা সরিয়ে নেওয়ার পর ক্ষত-বিক্ষত গাছের কাণ্ডে বেঁধে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা রঙিন রাখি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বন দফতরের মলানদিঘী বিট অফিসার বরুণ মণ্ডল জানিয়েছেন, “এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা নিজেরাও গাছে পোস্টার-পতাকা টাঙানো বন্ধে কড়া ব্যবস্থা নেব।” বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা পরিবেশ নিয়ে সচেতন। প্রধানমন্ত্রী এসেছিলেন। তখন হয়তো আবেগে অনেকে এই কাজ করেছে। অনেক জায়গায় গাছ থেকে পেরেক সরিয়ে দেওয়া হয়েছে। এখনও যে জায়গায় বাকি আছে সেগুলিও সরিয়ে দেওয়া হবে। তৃণমূলের এত নাচানাচি করার দরকার নেই!” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
