পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিকের সেরা ১০ এর তালিকা

পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিকের সেরা ১০ এর তালিকা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার সকালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলায় এবারের মাধ্যমিকে সেরা ১০ এর তালিকা রইল নীচে।

১) ৬৮৪ পেয়েছে অভ্র রায়, রামকৃষ্ণ মিশন আসানসোল হাইস্কুল থেকে। বাড়ি মেমারি।
৬৮৪ নম্বর পেয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল সৌমিক দে। বাড়ি মহিশীলা কলোনি।
২) ৬৮১ নম্বর পেয়েছে ধ্রুবজ্যোতি হাজরা, আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল থেকে।
৩) ৬৮০ পেয়েছে মানকর গার্লস হাইস্কুলের সুহানা লাহা। বাড়ি মানকরে।
৪) ৬৭৯ নম্বর পেয়েছে আর্য্য ঘোষ আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল থেকে। বাড়ি কুমারপুরে।
৫) ৬৭৮ পেয়েছে দুর্গাপুর আরই কলেজ মডেল স্কুলের জাগৃতি অধিকারী। বাড়ি সিটি সেন্টারে বিবিডি সরণীতে।
৬৭৮ নম্বর পেয়েছে রাজদীপ পাত্র, আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল থেকে। বাড়ি সাতপুকুরিয়া।
৬৭৮ নম্বর পেয়েছে নীলার্ঘ্য সাধু খান, আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল থেকে। বাড়ি সাঁকরাইল, হাওড়া।
৬) ৬৭৭ নম্বর পেয়েছে ডিআইসিভি পাবলিক স্কুলের প্রতীম মন্ডল। বাড়ি লাউদোহায়।
৬৭৭ নম্বর পেয়েছে রুদ্রনীল চক্রবর্তী, আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল থেকে। বাড়ি শালতোড়া, বাঁকুড়া।
৭) ৬৭৬ নম্বর পেয়েছে মাহিরা খাতুন, ধাদকা নারায়ণ চন্দ্র লাহিড়ি বিদ্যামন্দির থেকে। বাড়ি শীতলা, আসানসোল।
৬৭৬ নম্বর পেয়েছে রাজর্ষি গোস্বামী, নতুনডাঙা হাইস্কুল থেকে। বাড়ি কোন্দা পান্ডবেশ্বর।
৮) ৬৭৪ নম্বর পেয়েছে সুরেন চন্দ্র মডার্ন স্কুলের প্রিয়ম কেশ। বাড়ি বেনাচিতির রামকৃষ্ণপল্লি।
৬৭৪ নম্বর পেয়েছে থৈবি মুখার্জি, আসানসোল উমারানী গড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুল থেকে। বাড়ি ইসমাইল।
৯) ৬৭৩ নম্বর পেয়েছে অনীক ব্যানার্জি, আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল থেকে। বাড়ি সিহারশোল।
১০) ৬৭১ নম্বর পেয়েছে উৎসব হাজরা, আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল থেকে। বাড়ি ইথোরা।
৬৭১ নম্বর পেয়েছে শেখ সেইফ আলি, আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল থেকে। বাড়ি মদনতোড়।
৬৭১ নম্বর পেয়েছে অন্বেষ বিশ্বাস, আসানসোল চোলিডাঙা হাইস্কুল থেকে। বাড়ি আসানসোল।
©দুর্গাপুর দর্পণ

লিভার নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন?

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিকের সেরা ১০ এর তালিকা
News
পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিকের সেরা ১০ এর তালিকা
:
শুক্রবার সকালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলায় এবারের মাধ্যমিকে সেরা ১০ এর তালিকা এখানে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!