দুর্গাপুর: ট্রাফিক পুলিশের অতিরিক্ত চেকিংয়ের জন্য দোকানে ক্রেতারা আতঙ্কে আসছেন না। এর জেরে ব্যবসার ক্ষতি হচ্ছে। এই অভিযোগ তুলে দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে চেকিং করা যাবে না বলে দাবি তুললেন ব্যবসায়ীরা। ভগৎ সিং মোড়ে কয়েকদিন আগে ট্রাফিক সিগন্যাল ও চেক পোস্ট গড়ে উঠেছে। নিয়মিত চেকিং চালায় ট্রাফিক পুলিশ। কিন্তু তা করতে দিতে রাজি নয় স্থানীয় ব্যবসায়ীরা।
দুর্গাপুর পুর নিগমের ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালানের স্বামী তথা ভগৎ সিং মোড় বাজার কমিটির চেয়ারম্যান তৃণমূল নেতা সৌগত ব্যানার্জি বলেন, “ভগৎ সিং মোড়ে রয়েছে ৩০০ ছোট বড় দোকান। ট্রাফিকের দিনভর চেকিংয়ের জেরে দোকানিদের পেটে লাথি পড়ছে। আমরা ওদের অনুরোধ করছি, সারাদিনে ১৫ মিনিট থেকে ৩০মিনিট চেকিং করার জন্য। না হলে ভগৎ সিং মোড় থেকে কিছুটা দূরে চেকিং করার জন্য। কিন্তু আমাদের সাথে সহযোগিতা করতে চাইছে না ট্রাফিক পুলিশ।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
তৃণমূল নেতার এই আবদার নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তিনি কটাক্ষের সুরে বলেন, “আসলে সবই তো ভাগ বাঁটোয়ারার খেলা। ট্রাফিক পুলিশের ধরপাকড়ে সমস্যায় সাধারণ মানুষ। অন্যদিকে, আইনি কাজে বাধা দিচ্ছেন তৃণমূল নেতা!” যদিও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের সাফাই, “ট্রাফিক পুলিশ নিজেদের কাজ করছে। আইনি কাজে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে পদক্ষেপে নেওয়া হবে। বিরোধীদের এসব নিয়ে ভাবার দরকার নেই।”
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার বলেন, “উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে যানজট রুখতে এবং দুর্ঘটনা আটকাতে ট্রাফিক পুলিশ নানান পদক্ষেপ নিচ্ছে। ভগৎ সিং মোড়ে চালু হয়েছে ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক চেক পোস্ট। যারা ট্রাফিক আইন লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধেই শুধু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কিছু লোক আমাদের কাজের বিরোধিতা করার চেষ্টা করছে। তাদেরকে বোঝানো হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।