মর্মান্তিক দুর্ঘটনা রায়ডাঙায়, ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ট্রেন থেকে নেমে বাড়ি ফিরছিলেন। ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হল যুবকের। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কোকওভেন থানার রায়ডাঙা মোড়ের কাছে। কলকাতা থেকে দুর্গাপুর স্টেশনে নেমে বাড়ি ফিরছিলেন তিনি। রায়ডাঙা মোড়ের কাছে একটি ট্রাক তাঁকে চাপা দেয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে বিক্ষোভে নামে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ সাবিব (৩৩)। রায়ডাঙা হো চি মিন পল্লীর বাসিন্দা। কলকাতার হাসপাতালে ভর্তি অসুস্থ মেয়েকে দেখে বাড়ি ফিরছিলেন সাবিব। ঈদের রাতে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, রেল উড়ালপুলের নিচে আলো জ্বলে না। যার জেরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দীপক কেওড়া নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “বেপরোয়া গতিতে বাস, ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আজ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। দ্রুত আলো ও ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবি জানাচ্ছি আমরা।” পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে এবং পলাতক চালক, খালাসির সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
