এই দেশগুলির নাগরিকদের জন্য বন্ধ আমেরিকার দরজা, ঘোষণা ট্রাম্পের

এই দেশগুলির নাগরিকদের জন্য বন্ধ আমেরিকার দরজা, ঘোষণা ট্রাম্পের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক: আগামী ৯ জুন থেকে আমেরিকায় ঢুকতে পারবেন না আফগানিস্তান, মায়ানমার, চাদ, রিপাবলিক অফ কঙ্গো, ইকিউটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের বাসিন্দারা। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ১২টি দেশের নাগরিকদের জন্য আমেরিকার দরজা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তবে যাঁরা একই সঙ্গে আমেরিকার এবং সংশ্লিষ্ট দেশের নাগরিক, তাঁরা এই আইনের আওতায় পড়বেন না বলে জানানো হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, বস্তুত ইসলামিক সন্ত্রাসবাদীদের ঢোকা রুখতেই তাঁর এই পদক্ষেপ। বলা হচ্ছে, তালিকায় থাকা দেশগুলির মধ্যে কয়েকটি সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদত দিচ্ছে। বাকি দেশগুলির বাসিন্দারা ভিসার মেয়াদ ফুরনোর পরে আরনিজের দেশে ফিরে যেতে চান না। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!