প্রযুক্তি ব্যবহারে সতর্কতার পরামর্শ, দুর্গাপুরে শুরু হল ‘CIACON 2025’

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার থেকে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডা. বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে শুরু হয়েছে দুই দিনের আন্তর্জাতিক কনফারেন্স, ‘CIACON 2025’। কলেজের দুলাল মিত্র প্রেক্ষাগৃহে এই কনফারেন্সের উদ্যোক্তা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। আজ শনিবার কনফারেন্সের শেষ দিন। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে শিক্ষা, শিল্প এবং গবেষণা ক্ষেত্রের নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা একত্রিত হয়ে অনলাইন এবং অফলাইন, উভয় পদ্ধতিতে মোট ১৯৬টি গবেষণাপত্র উপস্থাপন করবেন।
শুক্রবার কনফারেন্সের উদ্বোধন করেন প্রধান অতিথি আইআইটি দিল্লির প্রাক্তন অধ্যাপক তথা বোম্বে আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এমিরেটাস অধ্যাপক রঘুনাথ কে শেভগাওঁকার। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনআইটি দুর্গাপুরের প্রাক্তন ডিরেক্টর অনুপম বসু। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ডা. বি সি রায় সোসাইটির মুখ্য পরামর্শদাতা অধ্যাপক সৈকত মৈত্র, সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং। মঞ্চে উপস্থিত ছিলেন আইইইই (IEEE) কলকাতা বিভাগের কোষাধ্যক্ষ অধ্যাপক সুশান্ত রায়, আইইই কলকাতা বিভাগের চেয়ারপার্সন সুপর্ণা কর চৌধুরী, মাকাউটের (MAKAUT) আইটি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সিএসআই কলকাতা চ্যাপ্টারের প্রাক্তন চেয়ারপার্সেন দেবাশিস গিরি, আইইই দুর্গাপুর বিভাগের চেয়ারপার্সেন অধ্যাপক চন্দন কোনার।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অনুষ্ঠানে কনফারেন্সের কার্যবিবরণী পুস্তিকা প্রকাশ করেন অধ্যাপক রঘুনাথ কে শেভগাঁওকার এবং অধ্যাপক অনুপম বসু। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সঞ্জয় এস পাওয়ার। উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তথা কনফারেন্সের আয়োজক কমিটির সভাপতি ড. অরিন্দম ঘোষ। অধ্যাপক শেভগাঁওকর তাঁর মূল বক্তব্যে বলেন, ইঞ্জিনিয়ারদের সামাজিক মূল্যবোধ থাকা উচিত এবং মানবসমাজের উন্নয়নের জন্য এআই-এর মতো উদীয়মান প্রযুক্তি ব্যবহার করা উচিত। তবে এআই-এর ব্যবহারের বিষয়ে তিনি সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, “এআই মানুষের মনকে প্রতিস্থাপন করছে, যা খুবই বিপজ্জনক প্রবণতা। সমাজকে সমৃদ্ধ করার জন্য এআইকে একটি হাতিয়ার হিসেবে কাজ করার অনুমতি দেওয়া উচিত।” তিনি আরও জানান, সীমিত প্রাকৃতিক সম্পদ এবং বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা মাথায় রেখে প্রযুক্তিকে পরিবেশবান্ধব করে টেকসই উন্নয়নের জন্য ব্যবহার করা উচিত।
অধ্যাপক অনুপম বসু বলেন, “প্রযুক্তিগত উন্নয়নের ফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছানো উচিত।” তবে একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “প্রযুক্তি আমাদের পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করছে। আমাদের উচিত প্রযুক্তিকে আবেগ, অনুভূতির উপর প্রভাব ফেলতে না দেওয়া।” অধ্যাপক সৈকত মৈত্র বলেন, “মানবসমাজের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই ধরণের সম্মেলন হল শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের মধ্যে মতবিনিময়ের মঞ্চ।” রাশিয়া এবং চীনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “আমাদের দেশকে উন্নত দেশের উচ্চতায় নিয়ে যেতে দেশের সম্পদকে পরিকল্পতি ভাবে ব্যবহার করা উচিত।” এছাড়া, কনফারেন্সে বক্তব্য রাখেন সুপর্ণা কর চৌধুরী, অধ্যাপক দেবাশিস গিরি, অধ্যাপক সুশান্ত রায় এবং অধ্যাপক চন্দন কোনার। সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমনা কুন্ডু। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

