NIT-তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে তর্কে জড়ালো দুই ছাত্র!

মাইক কেড়ে নিয়ে পরিস্থিতি সামলালেন ডিরেক্টর
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মৌলিক অধিকার এবং সংরক্ষণ নিয়ে দুই ছাত্রের প্রশ্নে কার্যত তেতে উঠলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শুক্রবার বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারত নিয়ে পড়ুয়াদের কাছ থেকে সমাধান জানতে চান। তখনই এক ছাত্র প্রশ্ন করে, ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার কোথায়? আর এক ছাত্র প্রশ্ন করে সংরক্ষণ নিয়ে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাঁদের বলতে থাকেন, এখানে তিনি কোনও প্রশ্ন জানতে চাননি। তিনি সমাধান জানতে চেয়েছেন। তবুও দুই পড়ুয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে কার্যত তর্কে জড়িয়ে পড়ে। আয়ুস বেনুয়া নামে রাজস্থানের পড়ুয়া বলে, “ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। রাজস্থানের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই বিষয়ে সরকার কী ভাবছে, এই প্রশ্ন আমি করেছিলাম। কোনও উত্তর পাইনি। উল্টে প্রতিমন্ত্রী রেগে গেলেন। আমার কাছ থেকে মাইক কেড়ে নিলেন আমাদের ডিরেক্টর স্যার।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার মৌলিক অধিকার কোথায় হনন করা হয়েছে? সে কিছুই বলতে পারল না। কেউ বানিয়ে পাঠিয়েছে হয়তো। সংরক্ষণ হল সাংবিধানিক বিষয়। কেউ মাইক লাগিয়ে বললে তাকে পুলিশ গ্রেফতার করবে।” কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “উনি বলছেন কেউ ওই ছাত্রকে পাঠিয়েছে বলার জন্য। যে পড়ুয়া প্রশ্ন তুলেছিল সেই পড়ুয়া তো বিজেপি শাসিত রাজ্যের। আসলে সঠিক অধিকার ভারতবর্ষের মানুষ পাচ্ছে না। তারই ক্ষোভের বহিঃপ্রকাশ মন্ত্রীর সামনে করেছে। আর, রেগে যাওয়ার কিছু নেই। মানুষই ভোট দিয়ে ওঁকে সাংসদ করেছে। মানুষের কথা না শুনলে ওঁর পদ যাবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
