Breaking News. মকর স্নানে গিয়ে শিবপুরে অজয় নদে তলিয়ে গেল দুর্গাপুরের দুই কিশোর

দুর্গাপুর: মঙ্গলবার মকর স্নানে গিয়ে কাঁকসার শিবপুরে অজয় নদে তলিয়ে গেল দুর্গাপুরের দুই কিশোর। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার চাষীপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকা থেকে চার বন্ধু জয়দেবের মেলায় যায়। তাদের মধ্যে দুজন, রাহুল রাই (১৫), শুভম মন্ডল (১৭) বিকাল সাড়ে ৪ টা নাগাদ জামা প্যান্ট খুলে গামছা পরে শিবপুরে অজয় নদে স্নান করতে নামে। কিছুক্ষণের মধ্যেই তারা তলিয়ে যায়। সাঁতারও জানত না তারা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। কিন্তু এক ঘন্টা ধরে উদ্ধারকারী দল না পৌঁছানোয় ক্ষোভে ফেটে পড়েন পূর্ণার্থীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। চার বন্ধুর অন্যতম দেবাশীষ সান্যাল বলেন, “আমাদের দামোদরে যাওয়ার কথা ছিল। কিন্তু বন্ধুরা বলে জয়দেবের মেলায় যাব। সেইমতো আমরা জয়দেবের মেলায় আসি। তারপর দুই বন্ধু অজয়ের জলে স্নান করতে নামে। কিছুক্ষণ পরেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওঠে। সাঁতার না জানায় আমিও ঝাঁপাতে পারিনি। ওরা তলিয়ে যায়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
