Durgapur News: কারখানার পাঁচিল চাপা পড়ে মৃত দুই শ্রমিক, আশঙ্কাজনক আরও ২
দুর্গাপুর দর্পণ, ১৭ মে ২০২৪: কারখানার পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসা থানার গোপালপুর শিল্পতালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত দুই ঠিকা শ্রমিকের নাম চন্দন বাউরী (২৮) ও রাম টুডু (৩২)। দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নাম বুলু মাল ও সুরেশ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।
কারখানা সূত্রে জানা গিয়েছে, নর্দমা তৈরির কাজ চলছিল। আচমকা পাশের পাঁচিল ধসে পড়ে। দুর্ঘটনার পরে কারখানার ভেতরে ঢুকে মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ হয়। আইএনটিটিইউসি ব্লক সভাপতি চন্দন রায়কে ঘিরেও বিক্ষোভ হয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।